Tuesday, November 17, 2015

অপরাধ কি ?

মানুষের সহ্যাতীত গুরুতর জ্ঞানতঃ ও স্বেচ্ছায় করা ক্ষতিকারক আদর্শ হীন স্বার্থ যুক্ত অসামাজিক পূর্ব  পরিকল্পিত ও সর্বজন গ্রাহ্য অকার্য বা কুকার্য কে বিজ্ঞানের ভিত্তি তে অপরাধ বলা হয় । প্রাচীন কাল থেকে হিন্দুদের মতে কাম ক্রোধ লোভ মোহ হিংসা মানুষকে যে কোন সময় মানুষ কে অপরাধী করতে পারে ।
আমাদের মধ্যে মন্দ প্রেরণা রুপ একটি বৃত্তি আছে ।এই জন্যে মানুষ অপরাধ করে থাকে । এই অপরাধ প্রবণতা মানুষ জৈব কারনে প্রাপ্ত হয়েছে । আদি মানুষ সমাজে আজকের সভ্য মানুষের বহু অপকারজ অপরাধ রূপে বিবেচিত হয়নি । ডাকাতি , রাহাজানি ,চুরি বলাৎকার ব্যভিচার সে যুগে অপরাধ হিসাবে বিবেচিত হয়নি । বরং বীরত্বের ও ধূর্ত তার কাজ রুপে প্রশংসিত হয়েছে । কিন্ত আজকের দিনে প্রাচীন কালের বহু ধরনা পরি ত্যাক্ত হয়েছে ।
S+T
------=C
R
মানুষ অভাবের তাড়নায় কিংবা অবস্থাগতিতে একাধিকবার অপরাধ করলেও তার জন্যে তার মধ্যে অনুতাপ ও লজ্জাবোধ থাকলে সে আসল অপরাধী নয় । সেই ব্যক্তি অনুতাপ ও লজ্জাবোধ হারানো মাত্র আসল অপরাধী তে পরিণত হবে । আসল অপরাধী আঁটটি বিশিষ্ট গুন দেখা যায় ।
১] গুরুতর ২] সর্ব জন  মান্য ৩] পূর্ব পরিকল্পিত ৪] আদর্শ হীন ৫] অসামাজিক ৬] জ্ঞানতঃ ৭] স্বার্থ যুক্ত ৮] স্বেচ্ছায় করা ।

1 comment:

  1. Online casino site 2021 with the best bonuses
    Lucky Club offers online casino games for UK players from over 2000 countries. The site provides players luckyclub.live with everything possible to make their online ‎Welcome Bonus · ‎Mobile Casino · ‎Mobile Casino · ‎Games

    ReplyDelete